নির্দিষ্ট সময় দোষীদের গ্রেপ্তার ও ফাঁসির মতো দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কালিয়াচক ও মোথাবাড়ি এলাকায় পথে নেমে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস।
শনিবার বিকালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালিয়াচক হাই স্কুল ময়দান থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে। যা কালিয়াচক পরিক্রমা করে। এরপর কালিয়াচক চৌরঙ্গী মোড়ে একটি পথসভা করা হয় দলের তরফ থেকে। এই পথসভায় নেতৃত্ব গন রাজ্যে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তোলে রাম বাম দলের দিকে। এদিনের সভায় উপস্থিত ছিলেন কালিয়াচক এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সরিউল শেখ, মালদা জেলা পরিষদের বোন ও ভূমিকার কার্যাধ্যক্ষ আব্দুর রহমান, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কামালুদ্দিন শেখ সহ অন্যান্য নেতৃত্বরা।
অপরদিকে আরজি করে দোষীদের ফাঁসির দাবিতে মোথাবাড়িতে রাস্তায় নামলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। আরজি করের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে রয়েছে রাজ্য। হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করেছে সিবিআই। কিন্তু সিবিআই-এর ঢিলামির প্রতিবাদে কালিয়াচক দুই ব্লকের মোথাবাড়িতে কর্মী সমর্থকদের নিয়ে রাস্তায় নামলো মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি আর.জি. কর মেডিকেল কলেজের নৃশংস ঘটনা ও মৃত্যু-কে নিয়ে বিরোধীরা যে আরজকতা সৃষ্টি করতে চাইছে তার প্রতিবাদে দোষীদের ফাঁসির দাবি তুলেন। এদিন মোথাবাড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে গ্রীন মার্কেট হয়ে মোথাবাড়ি চৌরঙ্গী মোড় পর্যন্ত প্রায় ৩ কি.মি. পদযাত্রা (মিছিল) শেষ হয়। তারপর একটি পথসভা আয়োজন করা হয়। এদিন মন্ত্রী সাবিনা ইয়াসমিন ছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াচক দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফিরোজ শেখ সহ প্রায় দেড় হাজার তৃণমূল কর্মী সমর্থক।